চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান তসিকুল-ভাইস নজরুল ও নাসরিন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের বিপুল পরিমান ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি তসিকুল ইসলাম তসি। উড়োজাহাজ প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মো. নজরুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসা. নাসরিন আখতার।

গতকাল সোমবার গভীর রাতে ভোট গণনা শেষে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোটের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়ছার মোহাম্মদসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচনের ১৫৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতিক নিয়ে তসিকুল ইসলাম তসি ভোট পেয়েছেন ৯৭ হাজার ৯’শ ১৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান তোতা পেয়েছেন ৩৯ হাজার ৫’শ ৬৬ ভোট এবং নৌকা প্রতিক নিয়ে ৩২ হাজার ১’শ ১৪ ভোট পেয়েছেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতিকে ৯৩ হাজার ৮’শ ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তসিকুল আলম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৮ ভোট। বই প্রতীকে ১৫ হাজার ৮’শ ৩৩ ভোট পেয়ে ৩য় স্থানে রয়েছেন মো. নাহিদ ইসলাম রাজন। এছাড়াও লেনিন প্রামানিকের চশমা প্রতীক ১৬ হাজার ৫’শ ৪২, মোহাম্মদ সোহরাব আলীর তালা প্রতীক ১০ হাজার ৯’শ ১৪, ডা. মুন্সি নজরুল ইসলাম সুজনের টিয়া ৭ হাজার ৮’শ ৩৭ ভোট পেয়েছেন।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৩ হাজার ৩’শ ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোসা. নাসরিন আখতার। নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফা খাতুন ডেইজী ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৬’শ ৫৩ ভোট এবং হাঁস প্রতীকে শরীফা খাতুন বেবী ২৮ হাজার ৪’শ ১১ ভোট পেয়ে ৩য় স্থানে রয়েছেন। এছাড়াও বৈদুতিক ফ্যান প্রতীকে মোসা. মাতুয়ারা বেগম ৯ হাজার ৯’শ ৪৭, সেলাই মেশিন প্রতীকে মোসা. তাসলিমা খাতুন ৯ হাজার ৮’শ ৭৪, প্রজাপতি প্রতীকে ৭ হাজার ১’শ ৫৪ এবং পদ্ম ফুল প্রতীকে ৬ হাজার ৪’শ ৬৩ ভোট পেয়েছেন মোসা. নাজনীন নাহার।

গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ চলে একটানা বিকেল ৫টা পর্যন্ত। সকালে থেকেই সকল ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিলো। তবে বিকেলের দিকে ভোটার উপস্থিতি বাড়ে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ৯’শ ১৪। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯০ হাজার ৬’শ ৯৩ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৯১ হাজার ২’শ ২১ জন। ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে গঠিত সদর উপজেলা নির্বাচনে ১’শ ৫৭টি ভোটকেন্দ্রের ৯’শ ৯৫টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন প্রিজাইডিং অফিসারের অধিনে পুলিশ ও আনসার সদস্যরা। সদর উপজেলা পরিষদ নির্বাচনে এবার ১৫৭ জন প্রিজাইডিং অফিসার ও ৯’শ ৯৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেন। এবারের নির্বাচনে ৫১টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে জেলা নির্বাচন অফিস। সেসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, ২০০৯ সালের উপজেলা নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন ১ লাখ ৭ হাজার ৮’শ ৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের রফিকুল ইসলাম পান ৯১ হাজার ৮৫ ভোট। অন্যদিকে, ২০১৪ সালে জামায়াতের প্রার্থী অধ্যাপক মো. মোখলেসুর রহমান ১ লাখ ১১ হাজার ৫’শ ৩১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. সামসুল হক ৬৭ হাজার ৬’শ ৯০, বিএনপির প্রার্থী মো. তসিকুল ইসলাম তসি পেয়েছিলেন ৪২ হাজার ৫১ ভোট।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.