আদমদীঘিতে বিপুল রাক্ষুসি পিরানহা মাছ জব্দ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  সরকারী ভাবে রাক্ষুসি পিরানহা মাছ উৎপাদন সংরক্ষন ও বাজারজাত করণ নিষিদ্ধ থাকলেও বগুড়ার আদমদীঘি উপজেলার বামনিগ্রামের একটি পুকুর থেকে বিপুল পরিমান পিরানহা মাছ জব্দ করে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলহাজ একেএম আব্দুল্লাহ বিন রশিদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালান। এ সময় কৌশলে মৎস্যচাষী জামিল পালিয়ে যায়।

আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বিটিসি নিউজকে  জানান, বামনিগ্রামের জামিল হোসেন নামের ওই মৎস্যচাষী তার পুকুরে গোপনে নিষিদ্ধ রাক্ষুসি পিরানহা মাছচাষ করছিলেন। এমন গোপন সংবাদের ভিক্তিতে ওই পুকুরে জাল নামিয়ে ৮মন পিরানহা মাছ ধরে জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় প্রদান হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.