চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা উদ্যোগে শিশু খাদ্য বিতরন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস সতর্কতায় কর্মহীন ও অসহায় মানুষের পরিবারের শিশু খাদ্য করা হয়েছে। সরকারী বরাদ্দের এই শিশু খাদ্য গুড়ো দুধ ১৫টি ওয়ার্ডে ২৩২ জনকে দেয়া হয়।

আজ শুক্রবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভা চত্বরে এই শিশু খাদ্য তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক, জিয়াউর রহমান আরমানসহ পৌরসভার বিভিন্নস্তরের কর্মকর্তা।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সতর্কতায় সংকটময় সময়ে কর্মহীন ও অসহায় পরিবারে সরকারী সহায়তায় এর আগে মোট ১০২ মেট্রিক টন চাল ১০কেজি করে ১০ হাজার ২’শ পরিবার এবং ২ হাজার ৮’শ ৯৫টি পরিবারের মাঝে ময়দা, আলু, ছোলা, গুড়ো দূধ, তেল, পেঁয়াজ, মুড়ি ও সুজি দেয়া হয়।

এছাড়াও ৪৪২টি পরিবারে শিশুদের জন্য গুড়া দুধ বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক স্প্রে, পরিস্কার-পরিচ্ছন্নতা, সচেতনতা সৃষ্টিতে মাইকিংসহ বিভিন্ন প্রচারনামূলক ব্যবস্থা নেয়া হয়েছে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.