কসবায় করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি: কসবায় ৭টি গ্রামের গরীব ও ক্ষতিগ্রস্থ দু’শত পরিবারের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করেছেন বাহারআটা ডাক্তারবাড়ি কল্যাণ ট্রাস্ট।
আজ  শুক্রবার (১ মে) সকাল ১১ টায় খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন। ঈদসামগ্রীর মধ্যে ছিলো চাউল ৫ কেজি, তেল ১ লিটার, আলু ২ কেজি, চিনি ১ কেজি, সেমাই ১ কেজি, মোটর ডল ১ কেজি। গরীব ও ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে বিতরণ করা গ্রামগুলো হলো; খেওড়া, ইশাননগর, বামুটিয়া, বাহারআটা, পুরকুইল, চৌবেপুর, যমুনা।
সংগঠনের সহ-সভাপতি আবু কাউসার বলেন; গত দু’বছর যাবত এ সংগঠন গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে সহায্য করে আসছে। বৈশ্বিক মহাদূর্যোগকালে সংগঠনটি আইনমন্ত্রী আনিসুল হকের নামে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করেছে।
এ সময় কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, অর্থসম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল, দপ্তর সম্পাদক মো. রুবেল আহমেদ, সদস্য ভজন শংকর আচার্য্য, বিজয়টিভি জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জ্বল, ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহিমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.