চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে বিভিন্ন খাদ্য পণ্য বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় সরকারী বরাদ্দে ৬৮৫ জনের মাঝে বিভিন্ন খাদ্য পণ্য বিতরণ করা হয়েছে।

পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে এসকল পরিবারের মাঝে প্রতি প্যাকেটে ৩ কেজি ময়দা, ২ কেজি আলু, ১কেজি ছোলা, ১প্যাকেট গুড়ো দূধ, ১লিটার তেল, ১ প্যাকেট মুড়ি ও ৫’শ গ্রাম সুজি দেয়া হয়।

আজ বৃহস্পতিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভা চত্ত্বরে কর্মহীন ও অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রীগুলো তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক, জিয়াউর রহমান আরমান, মো. এনামুল হক, ট্যাগ অফিসার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও পৌরসভার বিভিন্নস্তরের কর্মকর্তা।

উল্লেখ্য, করোনা ভাইরাস সতর্কতায় সংকটময় সময়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে সরকারী সহায়তার ৭২ মেট্রিক টন চাল ১০কেজি করে ৭ হাজার ২’শ পরিবার এবং ৩ লক্ষ ৬০ হাজার টাকার খাদ্য সামগ্রী ১২’শ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

এছাড়াও ২১০টি পরিবারে শিশুদের জন্য গুড়া দুধ বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক স্প্রে, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সচেতনতা সৃষ্টিতে মাইকিংসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.