চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন দুই নভেম্বর


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন ২ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার এক প্রজ্ঞাপণের মাধ্যমে এ নির্বাচনের ঘোষণা দেয়া হয়।
সেই সাথে দেশের আরও ৯ জেলার ৯ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপণে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা, ব্রাক্ষ্ণনবাড়িয়ার কসবা পৌরসভা, ফেনীর ছাগলনাইয়া পৌরসভা, খাগড়াছড়ির রামগড় পৌরসভা, বগুড়ার সোনাতলা পৌরসভা, দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা, নীরফামারীর ডোমার পৌরসভা, নড়াইলের লোহাগড়া ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।
সপ্তম ধাপের পৌরসভার সাধারণ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৯ অক্টোবর। নমিনেশন বাছাই হবে ১১ অক্টোবর, আপিল তারিখ ১২, ১৩, ১৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি করা হবে ১৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ অক্টোবর। ভোটগ্রহণ করা হবে ২ নভেম্বর। সেই সাথে একই দিন স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের বিভিন্ন শুন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলেও প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র মোহম্মদ নজরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন বলে সুত্রে জানা গেছে। তাছাড়াও আওয়ামীলীগের প্রার্থী হিসেবে জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন ও আওয়ামীলীগ নেতা মোখলেসুর রহমান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, আব্দুল হাকিম, জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক মো. শাজাহান আলী এর নাম শোনা যাচ্ছে। বিএনপি হতে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, এ্যাড. ময়েজ উদ্দীন ও জেলা বিএনিপি’র সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম টিপু মেয়র পদে লড়বেন বলে শোনা যাচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.