চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে দলিত জনগোষ্ঠীর সংগঠন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, জেলা শাখা।
সোমবার সকাল সাড়ে ১০ টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে এ মানববন্ধন হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, জেলা শাখার সভাপতি ব্রম্ভনাথ ঠাকুরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারন সম্পাদক দেবসাগর ঠাকুর, সাংগঠনিক সম্পাদক পশুপতি রবিদাস, উপদেষ্টা সাজেমান হক, সদস্য ইন্দারানী দাস, সঞ্চিতা রানী, অর্নিতা দাস, পশুপতি রবিদাস (২) সহ অন্যরা।
সভাপতি ব্রম্ভানাথ ঠাকুর তার বক্তব্যে বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসুচির বরাদ্দ বৃদ্ধি, আদমশুমারীতে দলিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ, আবাসনের ব্যবস্থা, শিক্ষা কোটা প্রবর্তনসহ আট দফা দাবি তুলে ধরেন এবং তা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
তাদের যৌক্তিক দাবি মানা না হলে জনগোষ্ঠীকে সাথে নিয়ে সংগঠনের ব্যানারে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে দলিত জনগোষ্ঠীর অর্ধ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.