চাঁপাইনবাবগঞ্জে সড়কে আউড় ভর্তি ট্রাক্টর উল্টে আহত-২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-গোমস্তাপুর সড়কে গোমস্তাপুর সোলেমান আলী ডিগ্রী কলেজের সামনে আউড় বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যাওয়ায় ২জন আহত হয়েছে। আজ রবিবার সকালে এ দূর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।

এব্যাপারে, গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান মো. নাসিম বিটিসি নিউজকে জানান, অপরদিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে আউড় বোঝাই বড় ট্রাক্টরটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাক্টরের উপরে থাকা কয়েকজন কৃষক আউড় বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে।

তিনি আরো জানান, এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান ফায়ারম্যান নাসিম। বরেন্দ্র এলাকাগুলোতে ধানকাটা শেষে বর্তমানে কৃষকেরা দিনরাত আউড় ভর্তি করে বিভিন্ন যানবাহনে করে গন্তব্যে নিয়ে যাচ্ছে। দূর্ঘটনা এড়াতে সচেতন হয়ে যানবাহনে চলাচলের পরামর্শ দিয়েছেন এলাকার সূধীজন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.