চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের ২৫ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই ॥ বাতিল ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারীদের জমা দেয়া মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে মোট ২৫টি প্রার্থীর মনোনয়নপত্র বাছায় কার্যক্রম শুরু হয় আজ রবিবার সকাল ১০টা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক মনোনয়নপত্র বাছাই করেন। বাছাইকালে জেলার ২টি আসনের ৫জনের মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১জন এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৪জনের মনোনয়নপত্র বাতিল হয়। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস, জেলা নির্বাচন অফিসার মো. আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়ছার মোহাম্মদসহ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারগণ ও প্রার্থীরা উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসন ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়। দুপুর ২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়। ৮ জনের মনোনয়নপত্র বাছাই এ সকল প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক।

জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক জানান, জেলার ২৫ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই এ জেলার ৩টি আসনের মধ্যে ২টি আসনের মোট ৫টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। প্রয়োজনীয় ভোটার তালিকা জমা না দেয়া ও স্বাক্ষর ত্রুটিসহ বিভিন্ন ত্রুটি প্রমানিত হওয়ায় এদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী নবাব মো. শামসুল হুদা। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। বাতিল বলে গণ্য হয়, আওয়ামীলীগ দলীয় বিদ্রোহী প্রার্থী খুরশিদ আলম বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী তৈয়ব আলী ও স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) ইয়াহিয়া খালিদ।
উল্লেখ্য, ২৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে মোট ২৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেন ৮ জন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৭ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে মনোনয়নপত্র দাখিল করেন ১০ জন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.