চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সরকারি-বেসরকারিভাবে এবছর হজ্বগামী যাত্রীদের ৮দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে হজ্ব প্রশিক্ষনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হায়াত মো রহমতুল্লাহ।
ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে উপ-পরিচালক আবুল কালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন নবাবগঞ্জ কামিল আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব এ.কে.এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. পাপিয়া সুলতানা।
এসময় জেলার এবছরের হজ্বযাত্রীগণ উপস্থিত ছিলেন। এ বছর চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ১ হাজার ৬’শ ৩৯ জন পবিত্র হজ্ব পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এর মধ্যে সরকারীভাবে ৪৫ জন এবং বেসরকারীভাবে ১ হাজার ৫’শ ৯৮জন। প্রতিদিন ২’শ জন করে ৮ দিনে জেলার সকল হাজীদের প্রশিক্ষন দেয়া হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র হজ্ব পালনের সময় মিনা, আরাফা ও মুজদালিমায় হজ্বের আরকান ও আহকাম বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার আলহাজ্ব তরিকুল ইসলাম।
প্রশিক্ষনকালে হাজীদের রেজিষ্ট্রেশন ও প্রশিক্ষন সামগ্রী বিতরণ করবেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার আলহাজ্ব তরিকুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মো. আতাউর রহমান, বিক্রয় সহকারী মো. মনিরুল ইসলাম ও সদর এম.সি আব্দুস সামাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে হজ্ব গমনেচ্ছু যাত্রীরা একে অপরের সাথে পরিচিত ও কুশলাদী বিনিময় করেন। এছাড়া হজ্ব বিষয়ে বিস্তারিত জানাতে হজ্ব বিষয়ক পোর্টাল WWW.hajj.gov.bd ব্যবহারের অনুরোধ জানানো হয় হজ্ব যাত্রীদের। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইফা’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ হযরত আলী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.