রাজশাহীতে ফেস্টুন টাঙ্গাতে গিয়ে কর্মীর মৃত্যু!!!

 

নিজস্ব প্রিতিবেদক: রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টের পূর্ব দিকের রাস্তায় আজ দুপুর আনুমানিক ১:২৫ মিনিটে, একটি বিলবোর্ডে, আইএফসি ব্যাংকের, প্রচারনী ফেস্টুন টাঙ্গাতে গিয়ে, বিলবোর্ড ঘেষা ১১০০০ ভোল্টের বৈদ্যুতিক তারের আকর্ষণে, ফেস্টুন কর্মী শকটের কবলে পড়ে দূর্ঘটনা কবলিত হয়ে তার মৃত্যু হয়।

সে উপড় থেকে আছড়ে নিচে একটি প্রাইভেট কারের পিছনের গ্লাসে আছড়ে পড়ে। তার শরীরের একপাশ ঝলসে যায় এবং নিচে গ্লাসে পড়ে মারাত্মক জখম হয়। তাকে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)

এখন প্রশ্ন হচ্ছে, এই খেটে খাওয়া মানুষের মৃত্যুর দায়ভার কার? বিদ্যুৎ অফিস, সিটি কর্পোরেশন, ঠিকাদার না রাজনীতিবিদ? রাজশাহীবাসী আজ জানতে চায়!

বিলবোর্ডটি যেভাবে অনিয়মতান্ত্রিকভাবে স্থাপন করা হয়েছে তাতে দূর্ঘটনা ঘটাটাই স্বাভাবিক। বৈদ্যুতিক ১১০০০ হাজার ভোল্টেজের তার ঘেষে ( প্রায়) বিলবোর্ড টি স্থাপিত। যা বৈদ্যুতিক আইনের পরিপহ্নি। এই অনুমোদন বিদ্যুৎ অফিস কিভাবে দেয়?

অন্যদিকে,সিটি কর্পোরেশন অনিয়মতান্ত্রিকভাবে স্থাপনের অনুমোদন দেয় কিভাবে রাজশাহীবাসী জানতে চায়!#

Comments are closed, but trackbacks and pingbacks are open.