চাঁপাইনবাবগঞ্জে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর উদ্বোধন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর উদ্বোধন -২০২৩ এর উদ্বোধন হয়েছে। সোমবার সকালে ডাঃ আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাঃ) স্টেডিয়ামে যুব গেমস এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি একেএম গালিভ খাঁন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা পলাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি খন্দকার ইদ্রিস আলীসহ অন্যরা।
উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, কাউন্সিলর এম কোরাইশী মিলু, জেলার পাঁচ উপজেলার ক্রীড়া সংগঠকসহ অন্যরা।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের বাস্তবায়নে এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এ (১ম পর্ব আন্তঃ উপজেলা) ফুটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেট খেলা হবে। গেমস এ জেলার পাঁচ উপজেলার বালক-বালিকারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করছে। উদ্বোধনী ফুটবল খেলায় অংশ নেয় নাচোল উপজেলা ও গোমস্তাপুর উপজেলা ফুটবল একাদশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.