চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে অবৈধ ৭৫টি মোবাইলসেট সহ আটক-২


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: অবৈধভাবে মোবাইল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শিবগঞ্জ পৌরসভার আরএস মার্কেট ২য় তলায় “আপডেট টেলিকম এবং “সাদ টেলিকম” নামক মোবাইলের দোকানে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ বিভিন্ন মডেলের ৭৫টি মোবাইলসেটসহ ২ মোবাইল ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত অবৈধ মোবাইল ব্যবসায়ীরা হচ্ছে, শিবগঞ্জ বাজারের মো. রেজাউল করিমের ছেলে মো. সেলিম রেজা (৩০) ও শিবগঞ্জ পৌরসভার শেখটোলা কাশিবাটি মহল্লার মৃত একরামুল হকের ছেলে মোঃ আরিফ (২৭)।
র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, গতকাল শনিবার (১০ এপ্রিল) র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভাস্থ আরএস মার্কেট ২য় তলায় “আপডেট টেলিকম নামক মোবাইলের দোকানে অভিযান পরিচালনা করে মোবাইল ফোন VIVO ১০টি, SAMSUNG ১৪টি, OPPO ৭টি, MI ৫টি, SYMPHONY ২টি, LAVA ২টি, SMART ১টি, REDMI ৪টি, REALME ২টি, XIAOMI ১টি, NOKIA ১টি, ২টি ব্রান্ডের মোট ৫১টি মোবাইল সেট যার সর্বমোট আনুমানিক মূল্য-৪ লক্ষ টাকাসহ অবৈধ মোবাইল ব্যবসায়ী মোঃ সেলিম রেজা কে এবং একই মার্কেটের ‘সাদ টেলিকম’ থেকে মোবাইল ফোন VIVO ৩টি, SAMSUNG ১১টি, MI ২টি, SYMPHONY ১টি, REDMI ২টি, REALME ১টি, HTC ১টি, SANNO ১টি, POCO ১টি, HUAWEI ১টিসহ মোট ২৪ (চব্বিশ)টি মোবাইল, যার আনুমানিক মূল্য-২ লক্ষ ৬০ হাজার টাকাসহ অবৈধ মোবাইল ব্যবসায়ী মোঃ আরিফ কে গ্রেফতার করা হয়।
এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.