চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে মাদক দ্রব্যসহ আটক-৩০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গতকাল মঙ্গলবার ও আজ বুধবার অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্যসহ ৩০ মাদকসেবী-ব্যবসায়ীকে আটক করে। বুধবার বিকেলে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনদল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লাহারপুর গ্রামস্থ সোনামসজিদগামী মহাসড়কের ডান পার্শ্বে মেসার্স আজিম সন্স ফিলিং ষ্টেশনের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে ১৭৯ বোতল ফেন্সিডিল, ফেনসিডিল বহনকৃত ট্রাক, ২টি মোবাইল ফোন, ৩টি সীম কার্ডসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার কানসাট গুচ্ছগ্রামের মো. মোবারক হোসেনের ছেলে মো. আশিক (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলা মোবারকপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মনাকষার মৃত লাল এর ছেলে মো. আহাদুল ইসলাম (২৩) ও বিশ্বনাথপুরের মো. নওশাদ আলীর ছেলে মোঃ বাবলু (৩৫)। এসময় তাদের কাছ থেকে ৩৩২ বোতল ফেন্সিডিল, ১টি ব্যাটারী চালিত ভ্যান, ২টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড ও নগদ-৪১১ টাকা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে ২৭জন কে আটক করে।

আটকের পর ভ্রাম্যমান আদালতের বিচারক বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলাম। আটককৃতরা হচ্ছে, মো. পারভেজ (২২), মোঃ টনি (১৮), মোঃ আব্দুল কাদের (২৫), মোঃ বাবলুর রহমান (৪২), মোঃ আব্দুল মালেক (২৮), মোঃ রনি (২৫), মোঃ সাঈদ আনোয়ার (১৮), মোঃ আব্দুল খালেদ (৩০), মোঃ মহব্বত (৩০), মোঃ রাজা (২৩), মোঃ মিনহাজ (২৬), মোঃ সাগর (২২), মোঃ নয়ন (২৪), মোঃ রুহুল আমিন (৩৫), মোঃ সোহাগ আলী (৩২), মোঃ তরিকুল ইসলাম (৩৫), শ্রী নারায়ন (৩০), শ্রী সুসিলাল (৩০), শ্রী জীবন (১৮), শ্রী গৌরাঙ্গ দাস (৩৫), মোঃ রমজান (২৪), বাবলু (৫৫), স্বপন হালদার (৬৫), মোঃ ইব্রাহীম (২৫), মোঃ আল আমিন (১৭), আব্দুল আহাদ (১৮) ও মোঃ নাদিম হায়দার (১৭)।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.