চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের উদ্যোগে বড়দিন উপলক্ষে কেক বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের উদ্যোগে বড়দিন উপলক্ষে কেক বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা মিশন হাসপাতাল সংলগ্ন মিশন আমনুরা গীর্জায় উপস্থিত উৎসুক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মাঝে কেক বিতরণ এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
কোম্পানী অধিনায়ক জানায়, বড়দিন উপলক্ষে সকল চার্চে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.