চাঁপাইনবাবগঞ্জে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ও সংবর্ধণা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে “নারীর প্রতি বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” স্নোগানে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়ীতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ও জয়ীতাদের সম্মাননা প্রদান করা হয়। আলেচনা সভা ও জয়ীতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব-উল- ইসলাম। বেগম রোকেয়া দিবস উপলক্ষে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উঁরাও, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ, জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, চাঁপাইনবাবগঞ্জ মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) প্রভাতী মাহাতো।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন আখতার, শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলি খাতুন, নাচোল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ জান্নাতুন নাইম মুন্নী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকা বেগম, গোমস্তাপুর চৌডালা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা মোসাঃ সিফাত আরা, শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামের সফল জননী নারী মোসাঃ গোলসানারা বেগমসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতারা হলেন-অথনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ দেওয়ান জায়গীর গ্রামের মোঃ নুরুল হুদা খানের মেয়ে মোসাঃ দিলজান খনম। শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী-গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী ইউনিয়নের মুহাঃ সাখাওয়াত হোসের মেয়ে চৌডালা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা মোসাঃ সিফাত আরা। সফল জননী নারী শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামের মোঃ দাউদ হোসেনের মেয়ে মোসাঃ গোলসানারা বেগম। নির্ঘাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের গুপ্ত মানিকগ্রামের মোঃ শহিদুল ইসলামের স্ত্রী মোসাঃ হুসনেয়ারা বেগম। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায়- নাচোল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ জান্নাতুন নাইম মুন্নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতা-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পৌর এলাকার পোড়াবাগান গলি হুজরাপুর গ্রামের মোঃ ফজলুল হকের মেয়ে মাহমুদা শারমিন। শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী-সদর উপজেলার পোড়াবাগ গ্রামের মোঃগোলাম মোস্তফার মেয়ে মোসা: মরিয়ম নেসা। একই এলাকার সফল জননী নারী মোহাঃ সাইদুর রহমানের স্ত্রী মোসাঃ শওকত আরা। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন সদর উপজেলার মাল্লাপাড়া গ্রামের শিব শংকর ঠাকুরের মেয়ে আশমা ঠাকুর। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন সদর উপজেলার হোসেনডাংগা গ্রামের মোঃ জালাল উদ্দীনের মেয়ে মোসাঃ শওকত আরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে ৫জন শ্রেষ্ঠ জয়ীতা ও সদর উপজেলা পর্যায়ে ৫ জন শ্রেষ্ঠ জয়ীতাদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিগণ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.