চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মনিম চৌধূরীর স্মরণসভা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বনামধন্য কিন্ডার গার্টেন ‘শিশু শিক্ষা নিকেতন’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে।
রবিবার সকালে ‘শিশু শিক্ষা নিকেতন’ এর হল রুমে স্মরণসভায় সভাপতিত্ব করেন ‘শিশু শিক্ষা নিকেতন’ এর সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফকিরপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ ক্বারী আব্দুল্লাহ আল মামুন। ‘শিশু শিক্ষা নিকেতন’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ‘শিশু শিক্ষা নিকেতন’ এর সহ-সভাপতি মোঃ শফিকুল আলম ভোতা, ‘শিশু শিক্ষা নিকেতন’ বর্তমান সম্পাদক মেসবাহুল জাকের।
আরও বক্তব্য রাখেন ‘শিশু শিক্ষা নিকেতন’ এর সদস্য আলহাজ্ব ইয়াসমীন সুলতানা রুমা, অধ্যক্ষ (অব.) মোঃ সাইদুর রহমান, সুফিয়া সুলতানাসহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন ‘শিশু শিক্ষা নিকেতন’ এর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।
এসময় ‘শিশু শিক্ষা নিকেতন’ এর শিক্ষকগণ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ফকিরপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ ক্বারী আব্দুল্লাহ আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.