চাঁপাইনবাবগঞ্জে বই উৎসবের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সারাদেশের মত বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার লক্ষে বই উৎসবের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

আজ মঙ্গলবার সকালে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক। এই উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিব। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দাউদ হোসেন, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম।

অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, সিভিল সার্জন ডা. খায়রুল আতাতুর্ক। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির উজ জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী অফিস প্রধানগণ, বিভিন্ন বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণ। শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন অতিথিরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবছর মাধ্যমিক শাখায় মোট ২৭ লক্ষ ১১ হাজার ৮’শ ৮৭টি বই এবং প্রাথমিক শাখায় ২ লক্ষ ১১ হাজার ২’শ ২৯জন শিক্ষার্থীর হাতে ৮ লক্ষ ৪৪ হাজার ৯’শ নতুন বই তুলে দেয়া হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.