চাঁপাইনবাবগঞ্জে ‘প্রশ্নোত্তরে বঙ্গবন্ধু, বঙ্গভাষা ও বঙ্গমুক্তি’ গ্রন্থের মোড়ক উম্মোচন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ‘প্রশ্নোত্তরে বঙ্গবন্ধু, বঙ্গভাষা ও বঙ্গমুক্তি’ নামক গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে এ গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়। ড. এমরান হোসেন এর লেখা ‘প্রশ্নোত্তরে বঙ্গবন্ধু, বঙ্গভাষা ও বঙ্গমুক্তি’ নামক গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, একই কলেজের প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু ও জেলা শিক্ষা অফিসার মোহাঃ আবদুর রশিদ। বক্তব্য রাখেন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, আদিনা সরকারি কলেজের শিক্ষক মোঃ জিয়াউল হকসহ অন্যরা।
উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবু সালেহ মোঃ জিয়াউল হক, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষক মন্ডলীসহ অন্যরা। শেষে ‘ প্রশ্নোত্তরে বঙ্গবন্ধু, বঙ্গভাষা ও বঙ্গমুক্তি’ বইটির মোড়ক উম্মোচন করে অতিথিবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.