বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক বিরোধী পৃথক ২টি অভিযানে ফেনসিডিলসহ ২জন কে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
বুধবার উপজেলার দাইপুকুর ইউপি ৬নং ওয়ার্ড দারিগাছা গ্রামস্থ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আঃ লতিফ (৬০) নামে ১৭৭ বোতল ফেনসিডিলসহ একজন আটক করা হয়।
আটককৃত আঃ লতিফ দাইপুখুরিয়া ইউনিয়নের দারিগাছা গ্রামে মৃত আমজাদ আলীর ছেলে।
এছাড়া, একই এলাকার একই গ্রামে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ আবু সায়েদ আলী (৪৬) নামে আরেকজন কে আটক করা হয়।
আটককৃত আবু সায়েদ আলী দাইপুখুরিয়া ইউনিয়নের দারিগাছা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
বৃহষ্পতিবার সকালে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত আসামীরা ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। #

















