চাঁপাইনবাবগঞ্জে নতুন করোনায় আক্রান্ত ৪২ \ মোট রোগী ১০৭


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ৪২ জনের দেহে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে করোনা মোট রোগী ১০৭জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধিন আছেন ১০ জন। জেলার মোট করোনা রোগী ১ হাজার ১৬ জন। সুস্থ হয়েছেন ৯০৯ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছে মোট ১৮ জন। এছাড়া ল্যাবে পরীক্ষার অপেক্ষায় রয়েছে ৪০টি নমুনা।
বিষয়টি আজ মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। সিভিল সার্জ জানান, চাঁপাইনবাবগঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ৭৩ জন রোগিকে সূস্থ ঘোষণা করা হয়েছে। নতুন করে আরও ৪২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে করোনা মোট রোগী ১০৭জন।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধিন আছেন ১০ জন। জেলার মোট করোনা রোগী ১ হাজার ১৬ জন। সুস্থ হয়েছেন ৯০৯ জন। করোনা আক্রান্তের হার দিন দিন বাড়লেও জেলার মানুষদের মাঝে মাক্স ব্যবহার বা স্বাস্থ্যবিধি মানার প্রবনতা নেই বললেই চলে।
স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনের তৎপরতাও লক্ষ্য করা যায়নি। সকলকে সতর্কতা মেনে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান জেলার সিভিল সার্জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.