চাঁপাইনবাবগঞ্জে নতুন করোনা আক্রান্ত ১৭, মোট রোগী ১০৫, স্বাস্থ্যবিধিন বালাই নেই


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নতুন করে করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে ১৭ জন। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১০৫জন।
গতকাল শুক্রবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ৫৪টি নমূনার পরীক্ষায় ১৭জনের শরীরে করোনা পজেটিভ রেজাল্ট আসে।
বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। নতুন করোনা শনাক্তরা- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাসপাতাল মোড়, শিবতলা, শাহিবাগ, এলাকার পাঠানপাড়া, নয়াগোলা, স্বরুপনগর, দ্বারিয়াপুর, রেহাইচর, কালুপুর চৌহদ্দিটোলা, দিনানাথপুর, দেওয়ান জাইগির, বালিয়াডাঙ্গা, মহারাজপুর, আতাহার এলাকার বাসিন্দা। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী।
চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে বর্তমানে আক্রান্ত মোট ১০৫ জন রোগীর মধ্যে ৮৩ জনই সদর উপজেলার। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে শনিবার গণমাধ্যমকে জানান, গতকাল শুক্রবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ৫৪টি নমূনার পরীক্ষায় ১৭জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এনিয়ে জেলায় করোনা শনাক্ত হলেন ৯৩৬ জন। এর মধ্যে সূস্থ হয়েছেন ৮১৬ জন। আর করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে গত বৃহস্পতিবার আরও ১ জনের মারা গেছেন।
এনিয়ে জেলায় মারা গেছে ১৫ জন, আর চিকিৎসাধীন রোগি আছেন ১০৫ জন। এ ভয়াবহ পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মানা ও মাস্ক ব্যবহার করাই জরুরী বলে জানান ডা. জাহিদ নজরুল চৌধুরী।
এদিকে, করোনা ভাইরাসের ভয়াবহতা দিন দিন বাড়ছে, প্রতিদিনই মৃত্যু হচ্ছে প্রায় শতজন। তারপরও জেলায় দোকান-পাট, মার্কেটের দোকান মালিক-কর্মচারী-ক্রেতা, ইফতারী বিক্রেতা-ক্রেতা কেউই মানছেন না স্বাস্থ্যবিধি।
কিছু মানুষ মাস্ক পরলেও সঠিকভাবে পরছেন না। শারিরীক দূরত্ব মানার বালাই নেই। স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা না নেয়া হলে এই অবহেলার চরম মূল্য দিতে হবে জেলার মানুষকে বলে মনে করছেন সচেতন মহল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.