চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র হাতে গোলাপ হত্যার হোতা কাওসার ফকির গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সম্প্রতি ককটেল হামলায় গোলাপ হত্যা মামলার মূল আসামী কাওসার ফকিরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।

গতকাল  রোববার ভোর ৫টার দিকে গ্রেফতার হওয়া কাওসার ফকির (৩৫) বহরম ফকির পাড়ার রবুর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএমসহ গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে কাওসার ফকিরকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বহরম হঠাৎপাড়া গ্রামে ককটেল হামলায় গোলাপ নামে এক যুবক নিহত হয়। নিহত যুবক একই এলাকার মো. ফড়িংয়ের ছেলে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে গোলাপকে কটটেল মেরে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

গুরুতর আহত গোলাপকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থান অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গোলাপ মারা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.