চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা ২০০ গ্রাম হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জিয়া নগর হাড্ডিপট্টি এলাকার মৃত আলতাফনের মেয়ে ও মিলনের স্ত্রী বেদানা বেগম (৪৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর রোববার সন্ধ্যা ৬ টার দিকে হাড্ডিপট্টিতে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ২টি প্যাকেটে রক্ষিত ২০০ গ্রাম হেরোইনসহ বেদানাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

সহকারী পরিচালক আনিছুর রহমান আরও বিটিসি নিউজকে জানান, পরিদর্শক রায়হান আহমেদ খানের নেতৃত্বে উপ-পরিদর্শক খন্দকার সুজাত আলী, সিপাই আল-আমিন, হাবিবা খাতুন, সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স অভিযানগুলো পরিচালনা করে। এঘটনায় থানায় মামলা করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.