চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়-দেশ গড়বো সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, ক্ষুদ্র ঋণ ও ভাতার বহি বিতরণ করা হয়। জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক কার্যক্রম তুলে ধরেন এবং ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন।
তিনি সমাজের সকল বিত্তবানকে সমাজ সেবায় এগিয়ে আসার আহŸান জানান। সভা শেষে বিভিন্ন ভাতা ভোগীদের মধ্যে ভাতার বহি ও নগদ টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবুল কালাম সাহিদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুমসহ অন্যরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.