চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মহিলা সংস্থার নারী দিবস পালন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘করোনাকালে নারী নেতৃত্ব-গড়বে নতুন সমতার বিশ্ব’ শ্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জেলা জাতীয় মহিলা সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা অফিস।
আজ মঙ্গলবার (০৯ মার্চ) বিকেলে জেলা জাতীয় মহিলা সংস্থার পাঠানপাড়াস্থ কার্যালয়ে এ আলোচনা সভা হয়। জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আক্তার।
জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়ের সহকারী প্রোগ্রামার তাসরিন সুলতানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সংস্থার মাঠ সমন্বয়কারী কবির হোসেন, ট্রেড প্রশিক্ষক (নকশী কাঁথা ও কুটির) সিনুরা বেগমসহ অন্যরা।
প্রধান অতিথি সাহিদা আক্তার বলেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বাল্যবিয়ে বড় বাধা। তাই আমাদের বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে। নারীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে পুরুষের পাশাপাশি নারীকেও দেশের উন্নয়নে অংশগ্রহন নিশ্চিত করতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.