চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিবসে র‌্যালী ও আলোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচীতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও।

উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, জেলা প্রশাসনের এনডিসি মো. আসাদুজ্জামান, জেলার শরিফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. ওয়াহেদুজ্জামান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলামসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান মাস্টার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব মো. মঞ্জুরুল হোদা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারীসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টারের উদ্ভিদ বিশেষজ্ঞ মো. জহুরুল ইসলামসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বক্তারা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

সভায় ভোক্তা অধিকার আইনে শাস্তির বিধানের বিষয়টিও সকলকে সচেতনের জন্য তুলে ধরা হয়। শেষে ভোক্তা অধিকার বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেষ্ট, নগদ অর্থ এবং সনদপত্র তুলে দেন অতিথিরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.