চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি অনুষ্ঠান হয়। জেলা প্রশাসন ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ বুধবার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এই সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. সাহিদা আখতার।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক মোসা. সিরিন আখতার। অনুষ্ঠানের শুরুরে কোরআন তেলাওয়াত করেন মোসা. মাকসুদা খাতুন, গীতা পাঠ করেন অর্পিতা সরকার।

বক্তব্য রাখেন কিশোর কিশোরী ক্লাবের সুপার ভাইজার নওরোজ হুদা, জেন্ডার প্রমোটর ফাতেমা খাতুন, কিশোর কিশোরী ক্লাব ঝিলিমের শিক্ষার্থী আফরিন শিউলী ও তানভির হাসান, শিক্ষিকা তামান্না আফরোজ, মোসা. রিতা খাতুন, জেনাউর রহমান সাঈদ, বারঘরিয়া কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী আজরা আজরিন, সুমাইয়া আকতার বৈশাখীসহ অন্যরা।

সভায় জেলার বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের প্রায় ৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণসহ জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় বাল্য বিয়ের বিভিন্ন কুফল ও করনীয় বিষয়ে আলোচনা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.