চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের বিক্ষোভ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম জেলা শাখা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ফরমায়েশী রায়ের প্রতিবাদে এ কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ করে।
আজ সোমবার সকালে জেলা আইনজীবি সমিতি ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের জেলা সভাপতি এ্যাড. সোলায়মান বিশুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোল্লা হাসান শরিফ সনি, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. গোলাম কবির, সহ অন্যরা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম টিপু, এ্যাড. মোসাদ্দেক হোসেন কাজল, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাড. আকরামুল ইসলাম আকরাম, এ্যাড. মীর শাহজাহান আলী, এ্যাড. মাহমুদুল ইসলাম কনক, এ্যাড. আসিফ ইকবাল সুজন, এ্যাড. আখতার হোসেনসহ জাতীয়বাদী আইনজীবি ফোরামের জেলা শাখার সদস্যগণ।
সভায় বক্তারা বলেন, বর্তমান ফাসিষ্ট সরকার ২০১৮ সালের ৮ ফেব্রæয়ারি বিএনপি’র সভানেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে। জামিন যোগ্য মামলা হওয়া সত্বেও বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দেয়া হচ্ছেনা। সকল মিথ্যা মামলা হতে বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে রাজপথে আন্দোলনে নামার হুশিয়ারি দেন বক্তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.