চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সারাদেশের সাথে আজ সোমবার চলতি বছরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

এবছর পরীক্ষায় ৫টি উপজেলার ২৮টি কেন্দ্রে মোট ২০ হাজার ৪’শ ৫৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সুত্রে জানা গেছে, এবছর জেলার ৫টি উপজেলায় ২’শ ৪১টি মাধ্যমিক বিদ্যালয়, ১’শ ৩৩টি দাখিল মাদ্রাসা, ১টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টেক্সটাইল) ও মাধ্যমিক কারিগরী ভোকেশনাল ইন্সটিটিউট এবং দাখিল ভোকেশনালে ২০ হাজার ৪’শ ৫৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ৭টি কেন্দ্রে ৬ হাজার ১৫৫ জন, গোমস্তাপুরে ৭টি কেন্দ্রে ৩ হাজার ৭৪১ জন, শিবগঞ্জের ৫টি কেন্দ্রে ৭ হাজার ৩১৭ জন, নাচোলের ৫টি কেন্দ্রে ১ হাজার ৮৬৬ জন ও ভোলাহাটের ৪টি কেন্দ্রে ১ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.