চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  বর্ণাঢ্য আয়োজনে দেশের একমাত্র বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে জেলা শহরের বড় ইন্দারা মোড়স্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এবিএম রাশেদুল হাসান এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির সুচনা করেন অতিথিবৃন্দ।

পরে শিল্পকলা একাডেমী মিলনাতয়নে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. শামীমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এবিএম রাশেদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি প্রফেসর ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু। সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। এর আগে শিক্ষার্থীরা শিল্পকলা একাডেমী চত্বরে ফ্লাস মোবে অংশ নেয়। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.