বরগুনায় ৫৯০ পিস ইয়াবাসহ দুই বোন গ্রেফতার

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় ৫৯০ পিস ইয়াবাসহ দুই বোনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-আমতলীগামী এমভি ইয়াদ লঞ্চ থেকে বিথি আক্তার (২২) ও তার ছোট বোন লামিয়াকে (১৬) গ্রেফতার করা হয়।

আমতলী থানার এসআই ফয়সাল বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিথি আক্তার ও লামিয়াকে ইয়াবাসহ আটক করা হয়। মিজানুর তার স্ত্রী বিথি ও শ্যালিকা লামিয়াকে দিয়ে ইয়াবা আনিয়ে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালাচ্ছিলো।

আজ শনিবার মিজান ওই লঞ্চে ছিলো। অভিযানের সময় কৌশলে স্ত্রী বিথি আক্তার ও শ্যালিকাকে রেখে সে পালিয়ে যায়। ইয়াবাগুলো তিনটি জিপার প্যাকেটে বিশেষ ভাবে লুকিয়ে রাখা হয়ে ছিলো।

আমতলী থানার ওসি আবুল বাশার বিটিসি নিউজকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.