চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা মামলায় যুবকের ১৫ বছর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের ইয়াবা মামলায় আব্দুল জলিল (২৭) নামের এক যুবককে ১৫ বছর সশ্রম কারাদ-, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত।

আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী আসামির উপিস্থতিতে এ রায় ঘোষণা করেন। দ-িত যুবক হচ্ছে, শিবগঞ্জ উপজেলার চরপাঁকা দশরশিয়ার (র্তমান তর্তিপুর পশুর হাট) এলাকার রজবুল হকের ছেলে।

মামলার বিবরণ ও অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের টহল দল মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়। শিবগঞ্জ উপজেলার রসুলপুর মোড় এলাকায় অবস্থানকালে বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পৌর এলাকার নতুন আলীডাঙ্গা এলাকার একটি আম বাগানে ইয়াবা বিক্রি হচ্ছে- এমন সংবাদে র‌্যাবের টহলদল সেখানে অভিযান চালিয়ে ৩ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ জলিলকে আটক করে।

এ ঘটনায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের তৎকালীন এসআই মোস্তাকিন হোসেন বাদি হয়ে জলিলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জলিলকে অভিযুক্ত করে একই বছরের ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.