চাঁপাইনবাবগঞ্জে ই’ফার প্রতিষ্ঠা বার্ষিকী ও যাকাতের অর্থ বিতরণ

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশনের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও অসহায় দরিদ্রদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের যাকাতের অর্থের (চেক) বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা মডেল মসজিদের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে সভা কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আহমেদ মাহাবুব উল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আশরাফুজ্জামান। ১৯৭৫ সালের ২২শে মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া অবদান তুলে ধরে আলোচনা করেন প্রধান অতিথি।
আলোচনা সভা শেষে ২০২৩- ২৪ অর্থ বছরের যাকাতের অর্থ (চেক) ০৭ টি ক্যাটাকরিতে প্রদান করা হয়। হাঁস মুরগী পালন ৩ জন, শিক্ষা বৃত্তি ৫জন, ক্ষুদ্র ব্যবসা ৬ জন, সেলাই মেশিন প্রশিক্ষন ১৯ জন, চিকিৎসা ৪ জন, অসহায় দরিদ্র ৭জন, প্রতিবন্ধী ও পুনঃ বাসন ১জন সহ মোট ৪৫ জনের হাতে ২ লক্ষ ৭৮ হাজার ৬৩৪ টাকার যাকাতের অর্থ ব্যাংক চেক তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা।
এবছর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৪৫ জন, জেলার শিবগঞ্জ উপজেলায় ২২ জন, গোমস্তাপুর উপজেলায় ৩৩ জন, নাচোল উপজেলায় ২০জন ও ভোলাহাট উপজেলায় ১৩ জনসহ জেলায় মোট ১৩৩ জনকে ৭ লক্ষ ৬৮ হাজার ৩৩৪ টাকা যাকাতের অর্থ বিতরণ করা হয়।
আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান শেষে ইসলামিক ফাউন্ডেশনের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.