চাঁপাইনবাবগঞ্জে আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎযাপন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে জন্মাষ্টমী উৎযাপন হয়েছে।

ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  আজ শুক্রবার সকালে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শিবতলা কর্মকারপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, বৃহত্তর রাজশাহী হিন্দু কল্যাণ ট্রাস্টো প্রাপ্তন ট্রাস্টি শ্রীযুক্ত তপন কুমার সেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মন্দিরভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক শ্রী মিলন কুমার দাস, পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্পাদক শ্রীযুক্ত প্রণব কুমার পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীযুক্ত দিলীপ কুমার রায় উপজেলা নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আলোচনা সভা শেষে একই স্থান থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.