চাঁপাইনবাবগঞ্জে অনলাইন ঢাকা পোস্ট’র প্রতিষ্ঠা বার্ষিকী


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দেশের শীর্ষ অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।
দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ঢাকা পোস্টের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম, সোনালী ব্যাংক নিউমার্কেট শাখার ব্যবস্থাপক নূর ই আলম মো. খালেদ ইমতিয়াজ, দৈনিক চাঁপাই দর্পণের প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক চাঁপাই দৃষ্টির নির্বাহী সম্পাদক রফিকুল আলম, সিনিয়র সাংবাদিক নাসিম মাহমুদ এবং শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিডেটের সাধারণ সম্পাদক ইসমাঈল খান শামিম।
দৈনিক চাঁপাই চিত্রের নিজস্ব প্রতিবেদক ফারুক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা পোস্ট-এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, যমুনা টিভির জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু, বাংলাভিশনের শাখাওয়াত জামিল দোলন, জাগো নিউজের সোহান শাহরিয়ার, রাইজিং বিডির মেহেদী হাসান সিয়াম, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম-এর প্রযোজক সোনিয়া শীল, আয়েশা সিদ্দিকা জোনাকী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের যুব প্রধান সুমাইয়া ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে বিভিন্ন কাজে অবদানের জন্য যুব রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিট, সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকের গ্রুপ পরিচালনা করে বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় ‘বেটার চাঁপাইনবাবগঞ্জ’ ও ‘শিবগঞ্জ হেল্পলাইন’ নামের দুইটি ফেসবুক ভিত্তিক গ্রুপকে সম্মাননা প্রদান করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। পরে কেক কাটেন তারা। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.