চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে ১৭ মামলার আসামী টুটুলকে ধরতে গিয়ে বন্ধুক যুদ্ধে টুটুল ও ২ পুলিশ সদস্য আহত ॥ পিস্তল ও মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর মেলার মোড়ে ১৭ মামলার আসামী টুটুলকে ধরতে গিয়ে বন্ধুক যুদ্ধে টুটুল ও ২ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১টার দিকে এঘটনা ঘটে। এসময় আহত পুলিশ সদস্যরা হচ্ছেন, সদর থানার এস.আই নজরুল ইসলাম ও কনস্টেবল মোহন আলী।

বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএম। তিনি জানান ১৭ মামলার পলাতক আসামী টুটুলসহ ১০/১২জন সদর উপজেলার মেলার মোড়ে একটি নির্মানাধীন বাড়িতে অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় টুটুল ও তাঁর সহযোগিরা মাদক সেবন ও তাসে জুয়া খেলছিলো।

পুলিশের উপস্থিতি টের পেয়ে টুটুল ও তাঁর সহযোগিরা প্রথমে গুলি চালায়। পরে পাল্টা গুলি চালায় পুলিশ। এসময় ১৭ মামলার আসামী টুটুলের পায়ে গুলিবিদ্ধ হয় এবং ২ পুলিশ সদস্য সদর থানার এস.আই নজরুল ইসলাম ও কনস্টেবল মোহন আলী আহত হয়। সেখানে থেকে একটি বিদেশী পিস্তল, দেশী অস্ত্র ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

আহত টুটুল ও ২ পুলিশ সদস্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.