চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্তে বাংলাদেশী যুবকের মরদেহ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত এলাকা থেকে ফারুক হোসেন (২৫) নামে এক বাংলাদেশী যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
আজ সোমবার দুপুরে সদর উপজেলার বকচর সীমান্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফারুক হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ গ্রামের সুরুজ আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুরুজ মিয়া জানান, বকচর সীমান্তের শূন্যরেখা থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে ফারুকের মরদেহ পড়ে ছিলো।
সকালে টহলরত বিজিবি সদস্যদের নজরে আসলে তারা কাছে গিয়ে মরদেহটি দেখেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, মরদেহের শরীরে গুলির কোনো চিহ্ন ছিলো না।
এরপরও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)কে মরদেহ উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে। বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে বকচর সীমান্তে কোনো গুলি বা কাউকে নির্যাতন করা হয়নি।
সদর থানার ওসি মোজাফফর হোসেন লাশ উদ্ধারের বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে জানান, ফারুকের মরদেহ ময়না তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.