চাঁদপুরে বাসায় ঢুকে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও শহীদ জাবেদ মুক্ত স্কাউটের সভাপতি মো. রফিক উল্লাহ কোম্পানিকে বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রফিক উল্লাহ চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় সফিউল্লাহ বোডিং ভবনের তৃতীয় তলায় বিশ্রামে ছিলেন। মাগরিবের নামাজের সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রফিকউল্লাহকে দেখাশোনার দায়িত্বে থাকা মিরাজ বলেন, ‘মাগরিবের নামাজের সময় আমি বাইরে ছিলাম। ওই সময় মামা খাটে শুয়েছিলেন। কিছুক্ষণ পর বাসায় এসে দেখি মামা নিচে পড়ে রয়েছেন। আমি কিছু বুঝতে না পেরে চিৎকার শুরু করি। তখন ঘরে থাকা দুর্বৃত্তরা পালিয়ে যায়। যারা মামাকে হত্যা করেছে তারা প্রায়ই মামার কাছে আসত। আমি শুধু তাদের চেহারা চিনি কিন্তু নাম জানি না।’
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সাগর মজুমদার বলেন, ‘নিহত রফিকুল্লাহকে হাসপাতালে আনার আগেই মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও ফুসফুসে আঘাত পাওয়ায় দ্রুত মৃত্যু হয়।’
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ‘হত্যাকাণ্ডটি পরিকল্পিত হতে পারে বা কোনো ঘটনাকে কেন্দ্র করে হতে পারে। তদন্ত চলছে, আশা করি জড়িতদের দ্রুত আটক করতে সক্ষম হব।’
জেলা আওয়ামী লীগের সদস্য রফিকউল্যাহর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী নেতাকর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁদপুর প্রতিনিধি আলী জাকের রেজা। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.