চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা হলো (পলিথিনে মোড়ানো) নবজাতককে

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গৌরীপুরে রেললাইনের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, নবজাতককে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (০৫ জানুয়ারী) সন্ধ্যায় গৌরীপুর-শ্যামগঞ্জ রেলপথের শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (০৫ জানুয়ারী) সন্ধ্যায় পলিথিনে মোড়ানো এক ছেলে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন ভুঁইয়া বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে ফেলে দেওয়ার কারণে নবজাতকের মাথা থেঁতলে গেছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.