চলতি সপ্তাহেই তুরস্ক সফর করবেন হামাস প্রধান : এরদোয়ান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বুধবার বলেছেন, চলতি সপ্তাহেই তুরস্ক সফর করবেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইসরায়েলের কড়া সমালোচক এরদোয়ান আইন প্রণেতাদের বলেছেন, ‘ফিলিস্তিনের নেতা এই সপ্তাহে আমার অতিথি হবেন।’
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, শনিবার ইস্তাম্বুলের ডলমাবাহচে প্রাসাদে দুই নেতা সাক্ষাৎ করবেন।
তাদের শেষ বৈঠক ছিল ২০২৩ সালের জুলাইয়ে। সেসময় আঙ্কারার প্রেসিডেন্ট প্যালেসে হানিয়াকে আমন্ত্রণের পাশাপাশি ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকেও আমন্ত্রণ জানিয়েছিলেন।
গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এরদোয়ান ইসরায়েলের অন্যতম কট্টর সমালোচক। ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে, এই হামলায় ১ হাজার ১৭০ জন প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
জবাবে গাজায় স্থল ও বিমান অভিযান চালিয়েছে ইসরায়েল। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি অভিযানে কমপক্ষে ৩৩ হাজার ৮৯৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
তুর্কি নেতা কাতারে অবস্থিত হানিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন।
এরদোয়ান গত সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় হানিয়ার তিন ছেলে ও নাতি-নাতনির মৃত্যুর জন্য তাকে সমবেদনা জানিয়েছেন।
এরদোয়ান ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন এবং গাজায় গণহত্যা চালানোর অভিযোগ করেছেন। তিনি হামাসকে ‘মুক্তি যোদ্ধা’ বা ‘মুজাহিদিন’ বলেছেন যারা তাদের ভূমির জন্য লড়াই করছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.