চমক রেখে ব্রাজিল দল ঘোষণা

বিটিসি স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ থেকেই ফুটবলে যেন সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর মরক্কোর কাছে প্রীতি ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পায় ব্রাজিল। এদিকে সেনেগাল ও গিনির বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
রোববার রাতে ভারপ্রাপ্ত কোচ র‌্যামন মেনেজেসের ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা পাননি বেশ কয়েকজন পরিচিত খেলোয়াড়। তাদের মধ্যে আছেন গ্যাব্রিয়েল জেসুস, রাফিনহা ও অ্যান্তোনি। গত বছর কাতার বিশ্বকাপে যাওয়া ২৬ ফুটবলারের ১৪ জন আছেন এবারের স্কোয়াডে।
প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পাওয়াদের মধ্যে ডিফেন্ডার রয়েছেন তিন জন। তারা হলেন- ফ্লুমিনেসের নিনো, ফ্ল্যামেঙ্গোর আয়ারতন লুকাস ও মোনাকোর ভ্যান্দারসন। এছাড়া, নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার জোয়েলিনতন।
আগামী জুনে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। ১৭ তারিখে স্পেনের বার্সেলোনায় তাদের প্রতিপক্ষ গিনি। এরপর ২০ তারিখে পর্তুগালের লিসবনে সেনেগালকে মোকাবিলা করবে তারা।
ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এদারসন, ওয়েভারতন;
ডিফেন্ডার: রজার ইবানেজ, এদার মিলিতাও, মারকুইনহোস, নিনো, দানিলো, ভ্যান্দারসন, অ্যালেক্স তেলেস, আয়ারতন লুকাস;
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, কাসেমিরো, জোয়েলিনতন;
ফরোয়ার্ড: লুকাস পাকেতা, ম্যালকম, পেদ্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়ুস জুনিয়র। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.