আক্ষেপের প্রিমিয়ার লীগের শেষটা গোল উৎসবে করল আর্সেনাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লীগের চলতি মৌসুমটা আর্সেনালের কাছে স্বপ্নজয়ের হাতছানি নিয়ে এসেছিল।মৌসুমে বেশিরভাগ সময় দুর্দান্ত ফুটবল খেলা গানার্সরা ১৯ বছর বছর প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের সুভাস পেতে শুরে করেছিল।
তবে মৌসুমের শেষভাগে সে সবকিছু ওলটপালট হয়ে যায় গানার্সদের।একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে ম্যানচেস্টার সিটির কাছে হারায় লীগ শিরোপা।
আফসোসের মৌসুমের শেষটা অবশ্য বড় জয়ে করেছে মিকেল আর্তেতার দল। রবিবার রাতে এমিরেটাস স্টেডিয়ামে উলভসকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।দলের হয়ে জোড়া গোল করেছে সুইডিশ মিডফিল্ডার গ্রানিট সাকা।একটি করে গোল এসেছে বুকায়ো সাকা,গ্যাব্রিয়েল জেসুস ও কিভিওরের পা থেকে।
শিরোপার দৌড়ে থাকা আর্সেনাল লীগ শেষ করল দুই নম্বর স্থানে থেকে।৩৮ ম্যাচে ২৬ জয় ও ৬ ড্র নিয়ে তাদের পয়েন্ট ৮৬। সমান সংখ্যক ম্যাচের চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৮৯। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.