চট্রগ্রামে পুলিশ ও হকারদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত

চট্টগ্রাম ব্যুরো: চট্রগ্রাম নিউমার্কেট ও আমতল এলাকায় পুলিশ ও হকার উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। এসব এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে। সংঘর্ষে ৫জন পুলিশ সদস্যসহ হকার ও সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা আহত হয়েছেন। সংঘর্ষে সিটি কর্পোরেশনের চারটি গাড়ি ভাংচুর হয়।
আহতরা চট্রগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সিটি কর্পোরেশন নিউমার্কেট ও আমতলায় হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছিল। আজ ১২ ফেব্রুয়ারি সোমবার কিছু হকার ফুটপাতে অবস্থান নিলে জরিমানা, একবছরের জেল ও গ্রেপ্তার নিয়ে সংঘর্ষের সুত্রপাত ঘটে।
এ সময় হকাররা মিছিল নিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে তারা বলেন, হকারদের পুনর্বাসন করে একপাশে বসতে দেওয়া না হলে আন্দোলন চালিয়ে যাবে।
একজন হকার বলেন, আমরা সামনে রমজান মাসে বেচা বিক্রি করে আয় করে থাকি।
এদিকে সিটি ম্যাজিস্ট্রেট বলেন, হকারমুক্ত অভিযান অব্যাহত থাকবে। কোন ধরনের হামলায় অভিযান বন্ধ হবে না বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.