গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮,৩৪০ জনে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছে, ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে যুদ্ধ চলাকালে অবরুদ্ধ এ ভূখন্ডে কমপক্ষে ২৮,৩৪০ জন নিহত হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ১৬৪ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ২৮,৩৪০ জনে দাঁড়ালো।
এদিকে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৭,৯৮৪ জন আহত হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.