চট্টগ্রামে ২৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকও জব্দ

চট্টগ্রাম প্রতিনিধিচট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

আজ শনিবার (১৭ আগস্ট) ভোররাতে বাকলিয়ার রাজবাড়ী কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মো. মশিউর রহমান লিটন (৩৫) পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরশিবা এলাকার সেলিম গাজীর ছেলে। মশিউর রহমান লিটন ট্রাক চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা করতেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান বিটিসি নিউজকে বলেন, বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. মশিউর রহমান লিটন নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

তিনি জানান, মো. মশিউর রহমান লিটন ট্রাক চালক। ট্রাক চালানোর আড়ালে তিনি ইয়াবার ব্যবসা করতেন। জব্দ হওয়া ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে নিয়ে আসছিলেন মশিউর রহমান লিটন।

সং বাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি স.ম.জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.