চট্টগ্রামে পুলিশ-বিএনপির সংঘর্ষ, আটক-৭

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি মিছিল যাওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে কাজির দেউড়ী বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। আলোচনা সভায় একটি মিছিল নিয়ে যোগ দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে মারেন। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বিটিসি নিউজকে বলেন, মিছিলে কয়েকজন মামলার আসামি ছিল। তারা মিছিল নিয়ে আসতে চাইলে পুলিশ সামনে যাওয়ার পরপরই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের পর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.