গ্রুপ পর্ব থেকেই ভারত’র বিদায়

বিটিসি স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে যায়। 
এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে গ্রুপের অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ডের বিপক্ষেও হেরে যায় কোহলিরা।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেই সেমিফাইনালের দৌড়ে পিছিয়ে যায় ভারত।
এরপর নিজেদের দুই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২১০ রান করে ভারত জিতে ৬৬ রানে। আর স্কটল্যান্ডকে ৮৫ রানে গুটিয়ে দিয়ে ভারত জিতে যায় ৮ উইকেটে।
পরপর দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল ভারত। নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয়ের পাশাপাশি কোহলিদের তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিকে।
নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যদি আফগানিস্তান জয় পেত তাহলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল ভারতের। কোহলিরা ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে সেমিতে যেত।
কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান হেরে যাওয়ায় ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়।
রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ-১ থেকে পাকিস্তানের সঙ্গী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করল কেন উইলিয়ামসনরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.