গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জে আখক্ষেতে আগুন,নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষুখামারের আখক্ষেতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। জানা গেছে, আজ রোববার বেলা পৌঁনে ২টার দিকে সাহেবগঞ্জ ইক্ষুখামারের জমিতে অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা। খরব পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ষ্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রনে আনে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আমিরুল ইসলাম জানান,খবর পেয়ে গাইবান্ধা সদর, সাঘাটা ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন বিটিসি নিউজকে জানান,২৫ একরের একটি ব্লকে প্রায় ১৫ একর জমির আখ পুড়ে যায়। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। এদিকে, চিনিকলের আখক্ষেতে আগুনের খবর পেয়ে গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ, ডিবির ওসি মজিবুর রহমান ও ওসি গোবিন্দগঞ্জ থানার মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাটি কিভাবে ঘটেছে তা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
আগুনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবেন বলে বিটিসি নিউজকে জানান চিনিকলের এমডি আনোয়ার হোসেন। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.