গোবিন্দগঞ্জে বরেন্দ্র সেচ প্রকল্পের সহকারী ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর শহরের চাষকপাড়া মহল্লার ভাড়া বাসা হতে বরেন্দ্র সেচ প্রকল্পের সহকারী ম্যাকানিক বিশ্বজিৎ সরকার (বিশ্ব) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে এ লাশ উদ্ধার করে পুলিশ।জানা যায়,
বিশ্বজিৎ সরকার গোবিন্দগঞ্জ বি এম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজ এর সার্থক ভিলা নামে বহুতল ভবনের নিচতলায় ব্যাচেলর হিসেবে দীর্ঘদিন ধরে ভাড়া আছেন। তিনি রাজশাহী জেলার তানোর উপজেলার লালপুর ইউনিয়নের আড়াদিঘী এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের সহকারী ম্যাকানিক হিসেবে গোবিন্দগঞ্জ জোনে কর্মরত ছিলেন।
বাসার মালিক মোস্তাফিজ জানায়,গতকাল বিকাল থেকেই দরজা লাগানো দেখেছি এরপর আজ শুক্রবার সকালেও দরজা বন্ধ দেখে সকালে ডাকাডাকির পর  বাসার বেলকুনি হয়ে পেছন দরজা দিয়ে ঘরের ভিতর ঝুলন্ত লাশ দেখতে পাই।এরপর পুলিশকে খবর দেই। পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
সরেজমিনে গোবিন্দগঞ্জ থানার তদন্ত ওসি মোস্তাফিজ দেওয়ান ও এস আই সজিব ঘটনাস্থলে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট তৈরী করতে দেখা গেছে।
জানতে চাইলে তদন্ত (ওসি) মোস্তাফিজ দেওয়ান বিটিসি নিউজকে জানান, খবর পেয়ে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় বিশ্বজিৎ সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে।লাশের ময়নাতদন্ত সাপেক্ষে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে,তবে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল ফোনে পারিবারিক কোনো ঝামেলা হতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
লাশ উদ্ধারের সময় গোবিন্দগঞ্জ পৌর সভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদার,২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.